ভাংগায় যাতায়াতের রাস্তায় ঘর নির্মান
(ভাংগা,ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ভাংগায় যাতায়াতের রাস্তায় ঘর নির্মান করার অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভাংগার কালামৃধা ইউনিয়নের আট্টা ভাষড়া গ্রামের একটি রাস্তা দিয়ে প্রায় ৫০ টি পরিবারের চারশত লোক রাস্তাটি দিয়ে চলাচল করে এবং তাদের জমির ফসল সেই রাস্তা দিয়ে আনা নেওয়া করতো৷ সম্প্রতি সেই রাস্তাটিতে বিপ্লব ব্যাপারী নামক একজন বসতবাড়ি নির্মান করে। তিনি কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের সলেমান ব্যাপারীর ছেলে৷
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায় ৪০ বছর যাবৎ যাতায়াত করছি। আমাদের সন্তানেরা এই রাস্তা দিয়ে স্কুলে যায় কিন্তু সেই রাস্তা দখল করে ঘর নির্মান করায় আমাদের যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদেরকে নানান রকম হুমকি প্রদান করে।এ বিষযে নিয়ে ভাঙ্গা উপজেলা ভূমি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এবিষয়ে বিপ্লব ব্যাপারী তার প্রতি করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে ঘর তুলেছি। সরকারি রাস্তার জায়গা আমার জায়গার পাশ দিয়ে গেছে। এরপরেও জায়গা মাপ দিয়ে যদি আমার মধ্যে সরকারি জায়গা থাকে তাহলে আমি আমার ঘর সরিয়ে ফেলবো।