ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে নিহত ১, আহত ২৫ জন।
২৯ শে সেপ্টেম্বর,
স্টাফ রিপোর্টার দৈনিক ৭১ সংবাদ।
ফরিদপুরে ভাঙ্গায় ভ্যান চুড়ি কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ জাকু মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার রাত পৌনে সাতটার দিকে উপজেলা আলগি ইউনিয়নের সোনা খোলা গ্রামের এ সংঘর্ষ ঘটনা ঘটে .। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানাই, কাজ সাড়ে আটটার দিকে নিহতের মরন দেহ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এর থেকে উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে আহত ১৩ জন জেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছে বাকিরা স্থানীয় বিভিন্ন চিকিৎসাত কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন । হালকি ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান ৭১ সংবাদকে জানান কয়েকদিন আগে নলিয়া গ্রামের এক ব্যক্তির ভ্যান চুরি করেন সোনাতলা গ্রামের আরেক ব্যক্তি। পরে আজ সন্ধ্যায় সেই ভ্যান চুরির বিচার দাবিতে দলিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি গ্রামে আসেন বিচার করতে পরে বিচার চলাকালে দুই দফায় লোকেরা. । উভয় পক্ষের কয়েকশো লোকজন দেশীয় অস্ত্র ঢাল সরকি পার্কের নিক্ষেপ করে কপালটা করেন তে একজন নিহত ও আহত ২০ থেকে ২৫ জন। নিহত জাকুমাতুব্বরের ভাতিজা বিপ্লব মন্তব্য জানান ্ বিকেলে বিচার চলাকালে থাম গোষ্ঠীর লোকজন গোষ্ঠীর লোকের উপর এ সময় চাচা জাকুম অতুব্বর কে করে পক্ষের লোকজন এতে হত্যাকাণ্ডের যায় সুস্থ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগেচিকিৎসা চলাকালে মাহমুদ মিয়া জানান সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সোনাকলা গ্রাম থেকে বসে রোগী আসা শুরু হয় এতে মৃত্যু অবস্থায় একজন তাই তাদেরকে হাসপাতালে আনা হয় এতে তের জন হাসপাতালে ভর্তি হয় এছাড়া গুরুত্ব না হতো হয়তো মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিন আরো জানান নিহত ব্যক্তির শরীরে প্রাথমিক কোনো ক্ষত বাঘ হাতের চিহ্ন পায়নি। থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে । তার মরন দেহ উদ্ধারের পর রাতেই ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Ekattor Sangbad একাত্তর সংবাদ