ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ গ্রাম থেকে নাজমুল ফরাজি (২৪) জনৈক বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মোশারেফ ফরাজির ছেলে। বিকেলে নিহতের বাবা ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন স্ত্রীর সাথে দীর্ঘদিন ঝগড়া বিবাদ চলছিল। দাম্পত্য কলহের জেরে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, গত প্রায় দেড় বছর পূর্বে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামের ওবায়দুল শেখের মেয়ে ইভা আক্তারের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চরমে ওঠে। সেই সাথে শ্বশুর বাড়ির লোকজনের সাথেও সম্পর্কের চরম অবনতি ঘটে।এক পর্যায়ে সোমবার বিকেলে কোন এক সময়ে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।