Breaking News

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ  নিহত। 

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ  নিহত।

 

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায়  শামসু মির(৮০)নামক এক বৃদ্ধ  মৃত্যু হয়েছে। তিনি  ভাঙ্গা উপজেলার  কাউলীবেড়া ইউনিয়নের শেখ পুরা গ্রামের মৃত আতাহার আলি মির ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়,রবিবার (১৫ডিসেম্বর )সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা-ফরিদপুর- ঢাকা  রেল লাইনের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দীগলকান্দা নামক স্থানে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

ভাঙ্গা রেলওয়ে স্টেশন থানার  উপ- পরিদর্শক  নুরুন্নবী  মন্ডল জানান,

সকালে সাড়ে ৮ টার দিকে শামসু মির নামের এক বৃদ্ধ রেললাইনে হাঁটছিল। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী -নকশি কাঁথা ট্রেনটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *