ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হতে দুইটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনকারীরা।
তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫
সময় বিকাল তিনটা স্থান ;আলগী ইউনিয়ন পরিষদ।
স্টাফ রিপোর্টার দৈনিক ৭১ সংবাদ অনলাইন পত্রিকা। আজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার আলগি ইউনিয়ন পরিষদে , ভাঙ্গা উপজেলা হতে আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব খোন্দকার ইকবাল হোসেন সেলিম, সভাপতি ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী বিএনপি। বিশেষ অতিথি আইয়ুব আলী মোল্লা, সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, অনুষ্ঠানের সভাপতিছিলেন মনিরুজ্জামান সিদ্দিক, চেয়ারম্যান আলগী ইউনিয়ন পরিষদ, বক্তব্য রাখেন, জনাব মনসুর আলী মুন্সি চেয়ারম্যান ঘারুয়া ইউনিয়ন পরিষদ, এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ, বক্তারা বলেন ভাঙ্গা উপজেলা হতে আলগি ও হামিরদী বিচ্ছিন্ন করার প্রতিবাদে আমরা শান্তিপ্রিয় আন্দোলন চালিয়ে যাব , আমরা সরকারের কাছে অনুরোধ করব আমাদের ইউনিয়ন দুটি যেন ভাংগা থানার মধ্যে থাকে আমরা এখান থেকে বিশ কিলো দূরে সালতা যেতে পারবো না আমরা রিট করেছি হাইকোর্টে আমাদের দাবি না মনা পর্যন্ত আমরা রাজপথ রেলপথ অবরোধ করে শান্তিপ্রিয় আন্দোলন চালিয়ে যাব, বক্তারা বলেন ভাঙ্গা উপজেলার মা মাটি অস্তিত্বের লড়াইয়ে আমাদের সাথে বারটি ইউনিয়নের সহ পৌরসভার জনগণকে সাথে দেখতে চাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন ভাঙ্গা উপজেলার অখন্ড তা রক্ষার লড়াইয়ে আপনাদের সাহসী সংগ্রাম এখনো শেষ হয়নি তাই চূড়ান্ত বিজয় লক্ষে আগামী ১৪ ও ১৬ সেপ্টেম্বর তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড় ও রেলপথ অবরোধ চলমান থাকবে । লক্ষণীয় আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই আমাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান করেছেন। এর জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন মহাসড়ক ও অবরোধের স্থান হবে, হাসপাতাল গেট হতে রেল লাইন পর্যন্ত, সুয়াদী বাসইসটান, মনসুরাবাদ বাজে স্টান, পুকুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদীবাস স্ট্যান্ড, পুলিয়া বাস স্ট্যান্ড, পুকুরিয়া রেল ক্রসিং, মাধবপুর বাস স্ট্যান্ড, তিনি বলেন অবরোধের স্থানগুলি আন্দোলন সমন্বয় কমিটি কর্তৃক নির্ধারিত, নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও কেউ নিজ দায়িত্বে নিয়ে অবস্থান নিবেন না। বিশেষ অতিথি বক্তব্যে জনাব আইয়ুব আলী মোল্লা বলেন ভাঙ্গা আমাদের আমরা পৌরসভার জনগণ আলগী আমাদের পাশের ইউনিয়ন আমাদের সমস্ত জমি জমা আরবিতে অবস্থান আছে আমি মনে করি আমরা আলগির সন্তান কোন রকমে অনু শক্তির বলে আমরা আলগীকে ভাঙ্গা হতে আলাদা করতে দেব না, প্রধান অতিথি বক্তব্যে খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন আমার বাড়ি হামিরদীইউনিয়নে, হামিরদী ইউনিয়নে আমার জন্মস্থান আমাদের জীবন থাকতে আমরা আমিরদী ইউনিয়নকে ভাঙ্গা হতে আলাদা হতে দেব না তার জন্য যত আন্দোলন করা দরকার ভাঙ্গার জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করবো প্রয়োজন বোধে আমাদের নেতা তারেক রহমানকে দিয়ে আমরা সরকারের কাছে সুপারিশ করাবো,ভাঙ্গা উপজেলার জামায়েত ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন আমরা হাইকোর্ট এডিট করেছি যদি কোট আমাদের পক্ষে রায় না দেয় তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজন বোধে নির্বাচন কমিশনার অবরোধ করব, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলা উপজেলা ইসলামী আন্দোলনের,নেতা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় জনগণ বিভিন্ন শ্লোগানে মুখরিত করেছে, আমার মাটি আমার মা জীবন থাকতে দেব না, রক্ত নিবি রক্ত নে আমার মাটি ফিরিয়ে দে। পরিশেষে সভাপতির বক্তব্যে আগামীকাল রবিবার শান্তিপূর্ণ আন্দোলনে আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন ।

Ekattor Sangbad একাত্তর সংবাদ