Breaking News

বাংলাদেশ খেলাফত মজলিসের তোরনে আগুন। প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

২৬-১১-২০২৫

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সংলগ্ন এলাকায় নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা। তোরনে অগ্নিসংযোগের প্রতিবাদে রাতেই ৮ দলীয় জোটের আয়োজনে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশ জামায়াতের ইসলামী ভাঙ্গা পৌর শাখার সভাপতি ও ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক ডাঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা কমিটির সহ সভাপতি ও লিয়াজো কমিটির সদস্য সচিব মোঃ

 

আছাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, মিডিয়া সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতিয়ার রহমান প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা বাংলাদেশের ইসলাম পন্থী সকল দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণে প্রতিপক্ষের দলগুলো গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি পক্ষ ইসলামি অনুসারী ৮ দলীয় জোটের প্রার্থীর প্রচারণা বাধাগ্রস্ত করার জন্য এমন অগ্নিসংযোগ চালাচ্ছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত পূর্বক গ্রেফতারের দাবি জানাচ্ছি।

 

জানা গেছে, রিক্সা প্রতিকের প্রার্থীর পক্ষে সংগঠনটি বেশ কিছুদিন পুর্বে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। এসময় পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *