Breaking News

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চলমান আন্দোলন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চলমান আন্দোলন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তারিখ, ২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার,

স্টাফ রিপোর্টার

দৈনিক 71 সংবাদ অনলাইন পত্রিকা।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরী ও আলগী ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে চলমান শান্তিপূর্ণ আন্দোলন পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব সফর উদ্দিন আহমদ চৌধুরী, ভাঙ্গার সাংবাদিক ও বিভিন্ন অফিসের দাপ্তরিক প্রধানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা বারোটার সময় ভাঙ্গা উপজেলা হল রুমে সভা অনুষ্ঠিত হয়, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, প্রধান অতিথি ছিলেন জনাব শফুর উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার ঢাকা, বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার, সমাজসেবা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভাঙ্গা মহিলা অধিদপ্তর এর অফিসার সহ বিভিন্ন অফিসের দাপ্তরিক প্রধান ও সাংবাদিকবৃন্দ, বক্তারা বলেন ভাঙ্গার চলমান শান্তিবৃন্দ আন্দোলনের গত ১৫ সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক প্রায় এক কোটি টাকার অফিসের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে , আপনারা বলেন দুটি ইউনিয়নের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা হঠাৎ করে ভাংগা থানা ভাঙচুর করেছে, ভাঙ্গা উপজেলার কৃষি অফিস সহ উপজেলা নির্বাহী অফিসারের হলরুম সহ সমাজসেবার সহ বিভিন্ন অফিসের মালামাল ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের উপর আক্রমণ করেছে , ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য, বক্তারা বলেন আগামীতে যাতে আন্দোলন করতে গিয়ে সরকারি মালামাল ক্ষতিগ্রস্ত না হয় জনগণের ক্ষতি না হয় সেজন্য সরকারি প্রতি অনুরোধ করেন তাদের যৌক্তিক আন্দোলনের সুরাহা করার জন্য। ওরে প্রধান অতিথি বক্তব্যে জনাব সফর উদ্দিন আহমদ চৌধুরী বলেন আন্দোলনকারীদের ব্যাপারটা আদালত ফয়সালা করবে আগামীতে যাতে ভাঙ্গায় আন্দোলন করতে যেয়ে সরকারি মালামাল এবং জনগণের অতি সাধন না হয় সেজন্য সকলের প্রতি অনুরোধ করেন আগামীতে হিন্দুদের দুর্গাপূজা এই পর্যায়ে কোনরকম কোন সংস্থা করা যাবে না সে জন্য আইনশৃঙ্খলা প্রতি সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে তিনি বলেন ভাঙ্গা হলো বাংলাদেশের দক্ষিণবঙ্গের নাভি, তাই কোন রকম এই অঞ্চলের সমস্যা তা করা যাবে না আদালত এবং সরকারি প্রতি আস্থা রাখতে হবে কোন রকম কোন সংশোধিতা করলে আপনাদের সকলের প্রতি অনুরোধ অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবেন আমরা চাই সকলেই শান্তিতে বসবাস করুন তাদের যৌক্তিক দাবি এটা আদালত ফয়সালা করবে, পরে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাহেব মোহাম্মদ মিজানুর রহমান মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *