Breaking News

ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া।

ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া।

তারিখ ১৫ ই সেপ্টেম্বর।

স্টাফ রিপোর্টার দৈনিক ৭১ সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পূর্ণ বিন্যাসের প্রতিবাদে এর সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় সড়কের যানজট চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সোমবার ভোর হতে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে দশটার পর  তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এদিন সকালে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে অবরোধের পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপরতা নিরাপত্তা জোরদার করা হয়। গত শনিবার ১৩ ই সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা । রোববার সকাল থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অবরোধ করেন তারা যানবাহন চলাচল স্বভাবিক রাখতে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরের তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা। কোন ভোগান্তি ছাড়াই সোমবার সকাল থেকে চলে ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের কোন প্রকার যানবাহন। তবে সাড়ে দশটার পর এর তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন । ট্রাক চালক ইকবাল ও কয়েকজন শ্রমিক জানান সকাল থেকে ভাঙ্গা থেকে ঢাকা গামী অল্পসংখ্যক যানবহনযাওয়া চলাচল করছে। টানা অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের পরিবেশ পথ ভাঙ্গা ইন্টার চেঞ্জ হয়ে ২১টি জেলায় যাতায়াত দেখা যায়নি। ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর পাঁচটা থেকে ভাঙ্গা উপজেলা ও ।োগুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করবে। এছাড়াও মানুষের ভোগান্তি নিরসনে ও জানমালের নিরাপত্তা নিশ্চিন্ত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনের ব্যবস্থা নেবে। হাইওয়ে থানার ওসি অন্য রোকনুজ্জামান জানান সকাল থেকে সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে। প্রসঙ্গত, ফরিদপুর ৪ ফরিদপুর ৪ আসন টি সদরপুর চরভদ্রসন উপজেলা নিয়ে গঠিত। আর নগরকান্দা ও সালতা উপজেলা ছিল ফরিদপুর দুই আসনে। কিন্তু গত চার সেপ্টেম্বর নির্বাচনীয় কমিশনে প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর ৪ আসনের হামিরদী ওআলগী ইউনিয়নকে ফরিদপুর দুই আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পূর্ণনির্ধারণ করা হয়। এরপর ৫ ই সেপ্টেম্বর থেকেই আন্দোলন নামের ভাঙ্গা বাঁশি। দুই ইউনিয়ন ফিরে পেতে টানা কয়েকদিনের অবরোধ কর্মসূচি পালন করেন তারা। সোমবার দুই ইউনিয়নের আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তারা বিভিন্ন শ্লোগানের স্লোগান দিচ্ছিল হঠাৎ করে বেলা ১২:৩০ টার পর আন্দোলনকারীদের মধ্যে উত্তেজিত কিছু জনগণপুলিশের উপর চড়া হয়ে যায় পুলিশ আন্দোলনকারীদের কে কোন বাধা না দিয়ে ভাঙ্গা ইস ঈদগাহ মসজিদের মধ্যে চলে যায় কিন্তু আন্দোলনকারীরা মসজিদে হামলা করে মসজিদে গ্লাস ভেঙ্গে ফেলে এবং পরে থানায় গিয়ে কিছু উত্তেজিত জনগণ থানার গাড়ি ভাঙচুর করে এবং ভাঙ্গা উপজেলা হামলা চালিয়ে চেয়ার টেবিল সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং নির্বাচন অফিস নিচের একটা ঘরে আগুন ধরিয়ে দেয়এরপর আন্দোলনকারীদের হাতে কয়েকজন সাংবাদিক নির্যাতিত হয় আহত হয়ে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায় তার মধ্যেসাংবাদিক জামাল হোসেন ও মাই টিভির প্রতিনিধি সরোয়ার হোসেন গুরুত্ব আহত হয়, এটি ভাঙ্গা প্রেসক্লাব থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। স্থানীয়ভাবে কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় নাই।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *