Breaking News

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে এ কারাদণ্ড দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর শহরের আদালত পাড়া এলাকা থেকে রাসেল কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ রাসেল মিয়াকে ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে সে তার অপরাধ স্বীকার করে। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। অপরাধীকে ভাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে।

Check Also

ফরিদপুরে ভাঙ্গায় নবাগত উপজেলা নিবাহা আফসার এর সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

ফরিদপুরে ভাঙ্গায় নবাগত উপজেলা নিবাহা আফসার এর সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *