নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়ন (১০৫৫) এর ভাঙ্গা থানা অঞ্চল পরিচালনা শাখার ২১ সদস্য বিশিষ্ট সদ্য-কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের পৌর সভার পূর্ব হাসামদিয়া গ্রামের সুগন্ধা পাম্প সংলগ্ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এর
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুবআলী মোল্লা।
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের ভাঙ্গা থানা অঞ্চল পরিচালনা সদ্য-কমিটির সভাপতি জাহাঙ্গীর মাতুব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী কামরুল, ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ- সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ এ ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের বিজয় হলে, সে বিজয় হবে এ অঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের বিজয়। তাই শ্রমিকদের কল্যাণে ও তাদের অধিকার রক্ষায় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি।
এর আগে দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, ভাঙ্গা থানা অঞ্চল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ মাতুব্বর, কার্যকরী সহ-সভাপতি কদরআলী মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি মজিবর মুন্সী, লিটন মাতুব্বর, কোষাধ্যক্ষ জয়েন ব্যাপারী প্রমূখ।
Ekattor Sangbad একাত্তর সংবাদ