ফরিদপুরের সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ।
০৯/০৯/২৫,বুধবার
স্টাফ রিপোর্টার দৈনিক ৭১ সংবাদ।
ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন ও আলগী ইউনিয়ন ফরিদপুর ৪ আসনের সাথে বিচ্ছিন্ন করার প্রতিবাদে আজ সকাল থেকে ভাঙ্গা বিশ্বরোডে বিভিন্ন স্থানে হাজার হাজার জনগণ রাস্তা বন্ধ করে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে , আন্দোলনকারীরা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে , সকাল ৮টা থেকে ঢাকা হতে পুরা দক্ষিণবঙ্গ সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি তে পড়তে হয়, ভাঙ্গা হতে বরিশাল রোড এ বাংলা দক্ষিণপাড়া বাস স্ট্যান্ড হাজার হাজার জনতা অবরোধ করে রাখে, ঢাকা হতে খুলনা, গোপালগঞ্জ, টুংগীপাড়া,রোডে মুর্শিদাবাদ ও সোয়াদী নামক বাস স্ট্যান্ড হাজার হাজার জনতা গাছ কেটে রাস্তা অবরোধ করে রাখে, টেকেরহাট, ফরিদপুর, যশোর, বেনাপোল মহাসড়ক অবরোধ করে হামিরদী ও পুকুরিয়া বাস স্ট্যান্ড হামিরদী ইউনিয়নের জনগণ ও মানিকদহ ও নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের জনগণ, পদ্মা সেতুর পরে পুলিয়া মালিকগ্রাম বাস স্ট্যান্ড অবরোধ করে রাখে আজিমনগর ইউনিয়ন, চান্দ্রা ইউনিয়ন, ও তুজারপুর ইউনিয়নের হাজার হাজার জনগণ প্রচন্ড রৌদ্রের তাপে রাস্তার উপরে বসে বিভিন্ন শ্লোগানে স্লোগান দিয়েছে, কখনো কখনো শ্লোগানের সুর, আমার মাটি আমার মা নগরকান্দা দেব না, রক্ত লাগে রক্ত নে আমার মাটি ফিরিয়ে দে, এবং এ সময় নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিও করেন, এ সময় বিপিনিক্স বিভিন্ন সামাজিক সংগঠন দলমত নির্বিশেষে আবার পানি এবং শুকনা খাবার জনগণের মাঝে বিতরণ করেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিত্ব নারী ও শিশু সকলে দল-মত নির্বিশেষে আন্দোলনে অংশগ্রহণ করেন । অন্তহনকারীরা জানান প্রচন্ড গরমে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা নিবাসী হাবিবুর রহমান হবি নামে একজন মুদি দোকানদার মাটির টানে আন্দোলন করতে এসে হিট স্টপ করে মৃত্যুবরণ করেন,তাছাড়া কোন স্থানেই কোন অপৃতিকর ঘটনা ঘটে নাই,ভাঙ্গার হাইওয়ে বিভিন্ন স্ট্যান্ডে আন্দোলনকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, কোথাও কোথাও রাস্তার উপরে তাবু টানিয়ে আন্দোলন করেছে, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের কোন বাধা নিষেধ আসে নাই বিধায় সারাদিন শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগানে আন্দোলন করেছে সকলের একটি কথা ভাঙ্গা উপজেলা থেকে আলগী ইউনিয় ও হামিরদী বিচ্ছিন্ন করতে দেবো না প্রয়োজন বোধ প্রতিদিন সকাল সন্ধ্যা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে , বক্তারা আরো ঘোষণা দেন আগামীকাল সকাল সাতটা থেকে রেল পথ রাজপথ বন্ধ থাকবে সকলে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধের জন্য লাগাতার আন্দোলন করে যাবেন , বক্তার আরো বলেন যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।




Ekattor Sangbad একাত্তর সংবাদ