ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন বাসীদের উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন- আপনারা অবশ্যই জানেন যে, এই ইউনিয়ন নিয়ে কারা ছিনিমিনি খেললো? শুধুই কি তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে? তারা তাদের স্বার্থটা কে এত বড় করে দেখলো, যার কারণে এ অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয় আজ রক্ত ক্ষরণ হচ্ছে। আমাদের থমকে দাঁড়ানো যাবে না, ভয়ের কিছু নেই। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা মুক্তিযোদ্ধা মোড়ে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি চক্রান্তকারীদের উদ্দেশ্য করে বলেন- আমাদের উপর অন্যায়, অবিচার স্থায়ীত্ব করতে না পারে। আমরা যদি শক্ত আকারে তাদেরকে প্রতিহত করি, তাদের হাজারো চক্রান্ত বিফলে যাবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আলগী ইউনিয়ন শাখা আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আবুল কালাম মাতুব্বর। এ সময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মুফতি শহীদুল ইসলাম, সংগঠনটির ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশারফ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আবরার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ।
Ekattor Sangbad একাত্তর সংবাদ