ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ-
ফরিদপুরের ভাঙ্গায় আগামী ১০ই অক্টোবর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহামুদ শাহানশাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক, ভাঙ্গা প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ হাসান উদ্দিন প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তিনি শুধু আওয়ামী লীগের নয় তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আমাদের ফরিদপুরের তথা ভাঙ্গাকে বিশ্বের মানচিত্রে অপরুপ করে সাজিয়েছেন। আমরা ভাঙ্গাবাসী গর্বিত এবং সম্মানিত আমরা কৃতজ্ঞচিত্তে তাকে স্বরণ করবো। তার আগমনে ভাঙ্গাবাসী ধন্যহবে এ সময় তিনি বলেন, ভাঙ্গা পৌরসভার রাস্তা থেকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে রাস্তার দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন এবং তিনি আরও বলেন সমস্ত দলমত নির্বিশেষে আমরা ভাঙ্গার জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাবো, এ সময় ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিস্বরোড থেকে ভাঙ্গা হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে যে সমস্ত অবৈধ বাস কাউন্টার দিয়ে পরিবেশ নষ্ট করেছে সে গুলো শুধু দশ তারিখের জন্য নয় সারা জীবনের জন্য উচ্ছেদ করা হবে, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আমরা আইন শৃংখলা বাহিনী পরিবেশ সুন্দর করতে ভাঙ্গাটাকে সুন্দর করে সাজাতে চাই এতে আমার আইনশৃংখলা বাহিনী পরিশ্রম করে যাবো। যেন কোন রকম অপৃতিকর ঘটনা না ঘটে উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ভাঙ্গায় আগমনে আমরা সকলে খুশি তার আগমনে ভাঙ্গাকে নতুন সাজে সাজাতে হবে সে জন্য সকলের প্রচেষ্টা থাকতে হবে। এসময় তিনি বলেন, স্ব স্ব দপ্তর প্রধানগণ উন্নয়নের তালিকা প্রস্তুত করতে হবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী আগমনের আগে কোন অফিসার ছুটি নিতে পারবেন না যার যা দায়িত্ব তার তার পালন করতে হবে এ সময় ভাঙ্গা পৌরসভার দায়িত্বে বিভিন্ন জন সেবামুলক উপদেশ দিলেন। প্রেসক্লাব সভাপতি কিবরিয়া বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর আগমনে ভাঙ্গাকে নতুন করে সাজাতে ভাঙ্গা দক্ষিন পাড় বাস ষ্ট্যান্ডে উন্নয়নের জন্য যাদের উচ্ছেদ করা হয়েছিল তারা আবার নতুন করে স্থাপনা শুরু করেছে এদের অবৈধ স্থাপনা পরিস্কার করে দিতে হবে সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাঙ্গা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ মজিবর মুন্সী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ।
মোঃ সাজ্জাদ হোসেন মুন্সি