ভাঙ্গায় বাচ্চা নিয়ে ঝগড়াঝাঁটির জের ধরে হত্যাকান্ড
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় বাচ্চাদের নিয়ে ঝগড়াঝাঁটির জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহত ঐবৃদ্ধা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী এলাকার মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগম (শানু) (৬০)।কে ১০ ডিসেম্ববার রবিবার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে।
নিহত পরিবারের শিল্পি বেগম বলেন, বাচ্চাদের নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছে এর জের ধরে আমার মাকে হত্যা করেছে আতিয়ার হাওলাদার, জহুর মিয়া,সহ ৮ থেকে ১০ জন মিলে আমার মা কে আমার বাড়ি সামনে রাস্তা উপর ফেলে পিটিয়ে গুরুতর আহত করে। পরে অতিদ্রুত উদ্ধার করে ভাংগা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, আমার মা কে যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. জুয়েল বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাচ্চাদের নিয়ে একটা ঝগড়াঝাঁটির ঘটনায় আনোয়ারা বেগম (শানু) গুরুতর আহত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন,,অভিযোগ পেয়েছি। এবং শারিরীক আঘাতের চিন্হ পাওয়া গেছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।