ভাঙ্গায় নবাগত ইউএনও কুদরত এ- খুদার সাথে সাংবাদিকদের মতবিনিময়
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত এ- খুদা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার বিকেলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস , সাধারণ সম্পাদক মজিবর মুন্সী, , সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,জাকির মুন্সি, মুন্সি মনিরুজ্জামান,রমজান শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক মোঃ সরোয়ার হোসেন,অজয় দাস,দিলীপ দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সাংবাদিকরা ভাঙ্গার চলমান সমস্যা বিশেষ করে পরিবহন নৈরাজ্য, ইভটিজিং, মাদক, সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম কুদরত এ – খুদা বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।তিনি আসন্ন নির্বাচন, এলাকার রাজনৈতিক ও সামাজিক সমস্যা সহ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না।ভাঙ্গা উপজেলা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে এখান থেকে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
তাং ১২.১২.২৩