07-06-2022 রোজ বুধবার দুপুর
02:30 pm থেকে নিখোঁজ হয় নুপুর সাহা
রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী
নুপুর সাহা (২৫) ভাঙ্গায় নতুন একটি এনজিও অফিসের মাঠকর্মী হিসেবে কাজ করতেন নুপুর
বুধবার 03:00pm থেকে তার অফিসের সহকর্মী
এবং তার পরিবারের সদস্যরা সারারাত সন্ধান করে
এবং ভাঙ্গা থানায় একটি সাধারন ডাইরিও করেন
08-06-2022 রোজ বৃহস্প্রতিবার বিকেল আনুমানিক
04:00pm চৌধুরীকান্দা সদরদী একটি (পাট) খেতে
নুপুর সাহার লাশ পাওয়া যায় তার পরিবার থেকে জানা যায় নুপুর ছয় মাসের (অন্তঃসত্ত্বা) ছিলেন এবং তার একটা ছোট ছেলেও আছে
ঘটনাস্থল থেকে
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ
মোঃ সেলিম রেজা স্যার তার পুলিশ ফোর্স এবং CID
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠিয়েছেন ।
আমরা গভীর শোকাহত ।