- ভাঙ্গায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলুন, জাীবনকে সুস্থ্য রাখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য রোধকল্পে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চাদনী সিনেমা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার( ভূমি) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাসিন উদ্দিন ফকির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, ভাঙ্গা কে, এম, কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপ-পরিচালক শামীম হোসেন।ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।