Breaking News

ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শতাধিক শিক্ষক- শিক্ষিকারা।রোববার সকালে উপজেলা ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ভাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় সংবাদ সম্মেলনের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুনিরুল ইসলাম মুনির। লিখিত বক্তব্যে তিনি বলেন গতকাল ৩০ জুলাই ২০২২ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে ঘুষ,দূর্নীতি, বদলী, স্বজনপ্রীতি ও বিদ্যালয়ের বিভিন্ন খাতে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এর যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট সংবাদ। তিনি বলেন শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম শুধু ভাঙ্গা উপজেলা নয় তিনি বাংলাদেশের মধ্যে একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন শিক্ষা বান্ধব অফিসার হিসেবে ইতিমধ্যেই এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। সমকাল পত্রিকায় কোন একটি মহলের প্রভাবে প্রভাবিত হয়ে তাকেসহ ভাঙ্গার বিভিন্ন শিক্ষকদের জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হওয়ায় আমরা উপজেলা শিক্ষক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সুলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু রানী সরকার, তুজারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মজুমদার,কালামৃধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত মজুমদার,ভরিল হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে, মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জাঙ্গাল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া সহ অনেকে । এসময় বক্ত্যরা বলেন সমকাল পত্রিকায় আমাদের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করেছেন অথচ আমাদের সাথেঐ সাংবাদিক কোন রকম যোগাযোগ ছাড়া কাল্পনিক এবং মনগড়া সংবাদ পরিবেশন করেছেন। তাই আমরা এই কাল্পনিক ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *