Breaking News

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা, ঢেউটিনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান 

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা, ঢেউটিনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান

 

নাটোর প্রতিনিধি।

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারের মাঝে নগদ টাকা, এক বান্ডিল করে ঢেউটিন, শাড়ি লুঙ্গি চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন নাটোর-২ ( সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। গতকাল রাতে উপজেলার বাঁশিলা গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্থদের ৩০টি বাড়ি পরিদর্শন শেষে প্রত্যেক পরিবারকে ১৩হাজার করে নগদ টাকা, এক বান্ডিল করে ঢেউটিন, শাড়ি লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার সাইফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর অনুদানে তাদের গৃহ নির্মাণ করা হবে।

উল্লেখ্য গত রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি বসত ঘর এবং যাবতীয় কিছু পুড়ে ছাই হয়ে যায়।#

 

মোঃ রাশেদুল ইসলাম

নাটোর

২৫-০৪-২০২৩

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *