Breaking News

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

 

 

নাটোর প্রতিনিধি।

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবলুকে হত্যা চেষ্টাকারীদের সাংগঠনিক ব্যবস্থা এবং আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বুধবার দুপুরে কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতিতে নুরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবুবকর সিদ্দিক রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, কলম ডিগ্রি কলেজের অধ্যাপক মনোয়ার সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আহত বাবলু মেম্বারের ভাই মধু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম কাজল, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাচ্চু সরদার, স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ১৩ বছরে মইনুল হক চুনু চেয়ারম্যানের নির্দেশে তার সমর্থকদের হাতে আওয়ামী লীগ নেতা কর্মী মারপিট, জখম সহ লাঞ্ছিত হয়েছে। গত ২২ এপ্রিল তার বাহিনী এরশাদ, আলম, বদির হাতে নির্মমভাবে আহত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এমদাদুল হক বাবলু। তার হাত ও পা ভেঙ্গে দেয়া হয়েছে। এছারা আরো আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

 

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের সুদৃষ্টি কামনা করেছে বক্তারা।

 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল নুরপুর বাজারে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনুর নির্দেশে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা বাবলু সহ বেশ কয়েকজনের উপর হামলা করে। এতে প্রায় ১০ জন আহত হয়।

 

মোঃ রাশেদুল ইসলাম

নাটোর

২৬/০৪/২৩

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *