- ফরিদপুরেরভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের জাফর শেখ এবং জাকির শেখ দুই ভাইয়ের গরুর খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ড সাতটি গরু পুড়ে যায়। সোমবার (৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার ডাঙ্গারপাড় এলাকায় গরুর খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে দুই ভাইয়ের প্রায় ৭ টি গরু পুড়ে মারা যায়। এ সময় আগুনে জাকির শেখ গুরুতর আহতর হন। পরে এলাকাবাসী এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।এবং গরু খামার থেকে গরু বের করার সময় আহত হয় জাকির শেখ।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লিটসে নিয়ে গেলে জাকির শেখ কে ভাংগা থেকে রেফার করে ঢাকা হসপিটালে পাঠিয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল দিবা গত রাত ১১ টার দিকে জাফর শেখ ও জাকির শেখ পিতা আলী শেখ এর দুইটি খামারে হঠাৎ আগুনের ঘটনা ঘটে পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ এখানে। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সাতটি গরু খামার দুটি এবং তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়।এবং বাজার মূল্য ক্ষয়ক্ষতি ১২ লক্ষ টাকা হয়েছে। এ বিষয়ে জাফর শেখ (৪৫) পিতা আলী শেখ বলেন, রাত ১১ টার দিকে আমাদের দুই ভাইয়ের গরুর খামারে হঠাৎ আগুন লেগে যায় এতে দুটি খামারে থাকা সাতটি গরু ও খামার দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
Check Also
ভাঙ্গায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
ভাঙ্গায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ৭১ ডেস্কঃ ১০ম গ্রেড আমাদের …