ভাঙ্গায় গাঁজা সহ এক নারী আটক
মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি )
ফরিদপুরের ভাঙ্গায় গাঁজা সহ আন্না বেগম (৫৪) নামক এক নারী মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার(৭ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক কারবারিকে (২৫০ গ্রাম) গাঁজা সহ আটক করা হয়। তিনি ভাঙ্গা পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী মহল্লার হিরু ফকিরের স্ত্রী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মাদক কারবারি ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। রবিবার সকালে তাকে আইনী প্রক্রিয়া শেষে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৮/১২/২০২৪
Ekattor Sangbad একাত্তর সংবাদ