Breaking News

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্প্রীতি সমাবেশ।

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্প্রীতি সমাবেশ।

মোঃ মামুন মুন্সী (বাত্রাসম্পাদক)

ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধি

তাং ২৩।৪।২০২৪,

ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধ, রাজনৈতিকনেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র,শিক্ষক ও সমাজের বিভিন্ন পেশার জনগন নিয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন। ভাঙ্গা উপজেলা প্রশাসন , মঙ্গলবার সকাল ১১’টা ত্রিশ মিনিটের সময় উপজেলা হল রুমে সমাবেশ শুরু করেন। শুরুতে পবিত্র কোরআন শরিফ পাঠ করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম জনাব মাওলানা মাসরুলহাচান সাহেব। পরে গিতা পাঠ করে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ত করেন জনাব মোঃ বি,এম কুদরত ই খুদা উপজেলা নির্বাহি কর্মকর্তা, ভাঙ্গা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,হাবিবুর রহমান, ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ সাহেনশা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক, উপজেলা ভাইচ চেয়ারম্যান ,ভাঙ্গা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃমজিবর মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আঃআজিজ টুকু মোল্যা ,আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম, ছিদ্দিকমিয়া বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সমাজের নানা পেশার প্রতিনিধিবৃন্দ। এ সময় বক্তারা বলেন বাংলাদেশ স্বাধীন দেশ আর ভাঙ্গা আমরা শান্তি  পুর্ন ভাবে বসবাস করতে চাই এখানে যারযার ধর্ম সেইসেই পালন করবে কোন রমক বিশৃংখলা এবং দাঙ্গা, হাঙ্গামা হতে দেওয়া যাবে না এবং ধর্মযার যারা উৎসব সবার এখানে কেহ সন্ত্রাসী করলে তাকে প্রতিহত করতে হবে ।পাশের উপজেলায় মধুখালির ঘটনা সেটা আইনের ব্যাপার আইনে যেটা হবার তাই হবে এটা নিয়ে ভাঙ্গাতে কোন রকম কোন ঘটনা ঘটতে দেওয়া যাবে না ।কারন ইসলাম এটা সমর্থন করে না বক্তারা আরও বলেন স্বাধীন দেশ বাংলাদেশ হিন্দু ,মুসলিম,  বৌদ্ধ , খ্রিষ্টান ভাই ভাই এখানে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই।

Check Also

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনে ১৫৪টি দেশের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *