Breaking News

ভাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪

ভাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪

উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স

 

ফরিদপুরের ভাঙ্গায় আগামী ৮ জুন থেকে ১২ই জুন পর্যন্ত  ৫ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৪ টায় দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত -এ-খুদা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া , ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভাঙ্গা উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

সভায় অনুষ্ঠানের সভাপতি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত- এ- খুদা বলেন, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক- স্লোগানকে সামনে রেখে ভাঙ্গায় আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে। এর নেতৃত্বে থাকবে ভাঙ্গা ভূমি অফিস। আমরা উৎসাহ ও উদ্দীপনায় ভুমি সেবা পালন করব। ভুমি অফিসের যত ধরনের সেবা আছে দেওয়া হবে। এছাড়া জেলা পর্যায়ে  যে ধরনের ভুমি সেবা আছে ,সে সব ধরনের সেবাও দেওয়া হবে। এই ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহে সেবা গ্রহীতাদের সকল সেবা দেয়া হবে।সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, বিনামূল্যে অনলাইন অফলাইন সহ যে সকল ধরনের সেবা আপনাদের দরকার, ভুমি অফিস থেকে তা আপনারা জানতে পাবেন।

Check Also

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গায় আলেমসহ সাধারণ জনগণের যোগদান অনুষ্ঠান।

তারিখ, ২০ শে ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গা পৌরসভার ৫ নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *