ভাঙ্গায় কিশোরী ধর্ষনকারী ও হত্যার ঘটনার পুলিশ সুপারের সংবাদ সম্মেলন।
৭১ সংবাদ।
ফরিদপুরের ভাঙ্গা কিশোর ধর্ষন ও হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামী প্রতিবেশী কিশোর সাহাদাত (১৬) ভাঙ্গা পৌর সভার ৮নং ওর্য়াডের হোগলা ডাঙ্গী গ্রামের প্রতিবেশী টুকু মাতুব্বরের ছেলে। সোমবার বেলা ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোর্শেদ আলম। তিনি জানান গত ২৮শে জুন শুক্রবার বিকেলে পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামের পাট খেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ মেয়েটিকে ধর্ষন করে স্বাশরুদ্ধ করে হত্যা করে ঘাটক সাহাদাত, পরের দিন থানায় অজ্ঞাত নামা আসামী করে নিহতের মা মেরিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনায় জড়িত থাকা অভিযুক্ত সাহাদাত কে গ্রেফতার করে পুলিশ , প্রাথমিক জিঞ্জাসা বাদের পর সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মুলক জবান বন্ধী দেয় । ধর্ষনের পরে হত্যার ঘটনা বর্ননা করে পুলিশ জানায় ঐ দিন মেয়েটি বাড়ির পাশে পুকুরের গোসল করতে গেলে ঘাতক সাহাদাত তাকে ফুসলিয়ে পাট খেতে নিয়ে প্রথমে ধর্ষন করে এং পরে মেয়েটি তার বাবার নিটক বলে দিতে পারে এই ভয়ে তার শ্যালোয়ার দিয়ে গলায় পেচিয়ে স্বাসরোদ্ধ করে হত্যা করে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ফরিদপুর) অরিরিক্ত পুলিশ সুপার তালাত মাহম্মুদ সাহেশাহ ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ সহ স্থানীয় সংবাদকর্মী বৃন্দ।