আজ, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে মহান বিজয় অর্জিত হয়েছে তা চির অম্লান। যুগ যুগ ধরে তা আমাদের জীবনে প্রেরণা দান করতে থাকবে। আমাদের জাতীয় জীবনে বিষয়টির গুরুত্ব যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত যে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরব জনক সমাপ্তি ঘটে সেই বছরেই ১৬ই ডিসেম্বর পাকিস্তানি পরাজিত জেনারেল নেতৃত্বে প্রায় ৯২ হাজার সৈন্য নিয়ে ঢাকার রেডকোর্স ময়দানে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। সেদিন প্রমাণিত হয়েছিল আমরা দেশের আয়তনের বিচারে ছোট হতে পারি কিন্তু জাতি হিসেবে আমরা মোটেও ছোট নই। আসলে ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এদেশের জাতীয় জীবনে এ দিবসটি সবচাইতে গৌরব ও পরিবর্তিতম দিন। বিজয় দিবসের আনন্দ উজ্জ্বল এ মুহূর্তে প্রথমেই যাদের কথা মনে পড়ে তারা হলেন ১৯৭১ সালের এই দিনে বাংলার মানুষ পাকিস্তানি উপনিবেশিক স্বৈরশাসনের ২৪ বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ আমরা ও স্বাধীন দেশের নাগরিক। জাতীয় অগ্রগতি ও চেতনার মূলে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম। যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে তার মহান গৌরব এই দিবসটির সঙ্গে জড়িত থেকে একে জাতীয় জীবনে সীমাহীন প্রেরণার উৎস করেছে। এই বিজয় দিবস আমাদের গর্বের নিদর্শন বাঙালি জাতি দিনের বিজয়ের সূত্রে বীর জাতি হিসেবে প্রতিষ্ঠা অর্জনে সক্ষম হয়েছে এই দিনে স্বাধীন জাতি হিসেবে বাঙালির জয়যাত্রা শুরু আমাদের এ কথাটি ভুলে গেলে চলবে না যে সমুদ্র দেশবাসীর আকাঙ্ক্ষা ওক্তাদের ফলেই এ বিজয় সম্ভবপর হয়েছিল। স্বাধীনতা অর্জিত হলেই গ্রাম দেশ হয়ে যায় না। তখন বিজয় জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম এ সংগ্রামে আরো বেশি ত্যাগ কৃতীক্ষা ও শক্তি সামর্থের প্রয়োজন হয়। তাই সব রকম বিবেক বিচ্ছেদ ভুলে হানাহানি সংঘাত দূর করে সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। দেশের ও দেশের স্বার্থের প্রশ্নে সমাজের সকল বিবেকবান মহলেরই উচিত একযোগে কাজ করা এখানে বিভেদ নয় ঐক্য কাম্য। ততক্ষণ যারা অসীম ধৈর্য নিয়ে আমার লেখাগুলো পড়বেন আপনাদের আরো বলতে চাই নয় মাসে এ দেশের আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক ছাত্র জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ৩০ লক্ষ শহীদের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল ১৬ই ডিসেম্বর আজ বিজয় দিবস আমরা দিনটি পালন করছি এবং দোয়া করব যারা দেশের জন্য আত্মত্যাগের বিনিময়ে দেশ গড়ার কাজে লিপ্ত হই।
Check Also
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গায় আলেমসহ সাধারণ জনগণের যোগদান অনুষ্ঠান।
তারিখ, ২০ শে ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গা পৌরসভার ৫ নং …