ভাঙ্গায় স্ত্রী ছাগল ও ছাগলের খোয়ার বিতরণ
মাসুম আল ইসলামঃ-
ফরিদপুরের ভাঙ্গায় নিবন্ধনকৃত জেলেদের মাঝে স্ত্রী ছাগল ও ছাগলের খোয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে অফিসার্স ক্লাব সংলগ্ন স্থানে প্রাথমিকভাবে ২০জনের মাঝে দুইটি করে ছাগল ও ছাগলের খোয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী প্রমুখ। জানাগেছে, ২০২২-২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় বিকল্প আয়বর্ধন মূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচির আওতায় ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মধ্য থেকে ২০জনের মাঝে দুইটি করে ছাগল ও ছাগলের খোয়ার প্রাথমিকভাবে বিতরণ করা হয়।