নগরকান্দা বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর নগরকান্দা উপজেলা আইনশৃঙ্খলা সমুন্নত এবং বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এর স্লোগান নিয়ে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে নগরকান্দা উপজেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত করার হয়েছে।শনিবার ২১ ডিসেম্বর রামনগর ইউনিয়নের বিকেল ৪ টার দিকে আলোচনা সভা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিট এলাকায় কোন ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সফর আলী, আইজিপি ব্যাজ প্রাপ্ত অফিসার ইনচার্জ নগরকান্দা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুস সাত্তার মন্ডল- সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভাপতি, কমিউনিটি পুলিশিং কমিটি, রামনগর ইউনিয়ন শাখা,
সঞ্চালনায় করেন,-আলহাজ্ব মোহ ছালাম বেপারী,সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল এবং সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটি, রামনগর ইউনিয়ন শাখা।
এবং এ সময় বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভা
বক্তব্য রাখেন” শরীফ হাফিজুর রহমান – সাধারণ সম্পাদক , রামনগর ইউনিট ২।মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা-সভাপতি, কৃষ্ণারডাঙ্গী ইউনিট ৩।মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল-সভাপতি, গজগাহা ইউনিট ৪। আইয়ুব ভূঁইয়া – সদস্য রাধানগর পূর্ব পাড়া ৫। ফরিদ আহমেদ মিলন, সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল ৬। মোহাম্মদ আক্তার, আমির , বাংলাদেশ জামাতে ইসলাম ৭। বিএম ফজলুর রহমান সাঈদী- সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামাতে ইসলাম, থানা শাখা ৮।মাওলানা আরিফ বিন মনসুর-ইমাম, কুঞ্জনগর বাজার জামে মসজিদ ৯। আব্দুল মান্নান মন্ডল- সভাপতি, রাধানগর পশ্চিমপাড়া ইউনিট।সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ প্রমূখ।
এতে বক্তারা যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা অফিসার ইনচার্জ মোঃ মোহাম্মদ সফর আলী, আইজিপি ব্যাজ প্রাপ্ত অনুষ্ঠানে এই বিষয়ে বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না কোন। অপরাধীকে ছাড় দেয়া হবে না।