Breaking News

ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • (ভাংগাফরিদপুর প্রতিনিধিঃ)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের একটি গ্রুপ।

 

শনিবার দুপুরে শ্রমিক দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।

শ্রমিক দলের নেতা ফারুক মুন্সী তার লিখিত একটি বক্তব্যে বলেন, গত ১লা ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন পত্রিকা সহ

“বাস কাউন্টার দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ”

শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির চাচাতো ভাই ফারুক মুন্সিকে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বলে মিথ্যা বক্তব্য দিয়ে পৌর বিএনপির নেতা মিজানুর রহমান পান্না বিভ্রান্তি ছড়িয়েছেন। সেই বক্তব্যের কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। সম্পূর্ন ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই বক্তব্য তিনি দিয়েছেন। আমি তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ফারুক মুন্সি আরো বলেন,  আমি দীর্ঘ ২৪ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত।এবং কোন কালেই আমি শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলাম না।

মিজানুর রহমান পান্নার বক্তব্য একমাত্র আমাকে এবং মুন্সী পরিবারকে হেয় করতেই তিনি এমন বক্তব্য মিডিয়াকে দিয়েছেন।

এমন বক্তব্যে তার রাজনৈতিক ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে বলে তিনি জানান। তিনি দাবি করেন পরিবহন মালিকরা আমাদেরকে কাগজে-কলমে কাউন্টার দিয়েছেন। আমরা বৈধ থাকা সত্ত্বেও আমাদেরকে  বিগত আওয়ামী লীগ সরকারের আমলে  করতে দেওয়া হয় নাই। আওয়ামীলীগ সরকার পতনের পর আমরা ৬ আগস্ট বৈধভাবে কাউন্টার নিয়েছি। কিন্তু মিজানুর রহমান পান্না সাহেবের লোকজন উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের কাউন্টারে এসে ভাংচুর চালায় এবং নগদ অর্থ লুটপাট করে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু, সিনিয়র যুগ্ন আহবায়ক সজল তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম এম কুতুবউদ্দিন স্মরণ প্রমূখ।

Check Also

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গায় আলেমসহ সাধারণ জনগণের যোগদান অনুষ্ঠান।

তারিখ, ২০ শে ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গা পৌরসভার ৫ নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *