Breaking News

ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন  ফরিদপুরের জেলা প্রশাসক।

ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন  ফরিদপুরের জেলা প্রশাসক ।

 

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এর সঙ্গে মত বিনিময় সভা করলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।  বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।  সভায়  অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: রোকিবুজ্জামান, ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার প্রহলাদ চন্দ্র বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Check Also

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গায় আলেমসহ সাধারণ জনগণের যোগদান অনুষ্ঠান।

তারিখ, ২০ শে ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গা পৌরসভার ৫ নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *