Breaking News

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গায় আলেমসহ সাধারণ জনগণের যোগদান অনুষ্ঠান।

তারিখ, ২০ শে ডিসেম্বর,

শুক্রবার,

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের আতাদী গ্রামের আলেমসহ সাধারণ জনগণের যোগদান অনুষ্ঠান। অনুষ্ঠানে গ্রামের কয়েক শত আলেমসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আমজাদ হোসেন, সভাপতি ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত মজলিস, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা, প্রার্থী ফরিদপুর ৪ আসনের খেলাফত মজলিস বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান ফরিদী সাহেব, অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জনগণের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা রিক্সা মার্কা, তিনি বলেন রিক্সা মার্কায় আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পাশে সততার সাথে কাজ করে যাব এবং বাংলাদেশে সংসদে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করব, তিনি বলেন অতীতে আপনারা যাদেরকে আপনাদের নেতা বানিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন তারা কি আপনাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে, পারে নাই তাই আগামী নির্বাচনে আমাকে রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাব, বক্তব্য শেষে আজকের সভার প্রধান অতিথি আতাদী মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য এক লক্ষ টাকা দান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হযরত মাওলানা হাফিজুর রহমান সভাপতি ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস, শেষে সভাপতির বক্তব্যের পরে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করা হয়।

Check Also

ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন  ফরিদপুরের জেলা প্রশাসক।

ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন  ফরিদপুরের জেলা প্রশাসক ।     ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *