Breaking News

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় আদালতের দেয়া ১৪৪ ধারার আদেশ ভেঙে জমি জবরদখল করে বাঁশ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে বিবাদমান জমিতে থাকা টিনের বেড়া ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার দুপুরে এই ঘটনার খবর পেয়ে পৌরসভার নুরপুর(২নং ওয়ার্ড) গ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

 

ভুক্তভোগী ওই গ্রামের মোরশেদ মোল্লা অভিযোগ করে বলেন, বিবাদমান জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত ১৪৪ ধারা জারি করেছেন।

কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ মৃত জাহাঙ্গীর মোল্লার দুই ছেলে রাসেল মোল্লা ওরফে পাউচা মোল্লা এবং সোহেল মোল্লা, মৃত শাহ আলম মোল্লার ছেলে সবুজ মোল্লা ভাড়াটে লোকজন নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে বাঁশ গাছ সহ কিছু ফল গাছ কেটে ফেলেছে এবং আমার জমিতে থাকা টিনের বেড়া ভেঙে ফেলে বল প্রয়োগ করে জমি জবরদখল করেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভাঙ্গা উপজেলার ৩৬ নং নুরপুর মৌজার বিএস ৩৭৪ খতিয়ানের, বিএস দাগ নং-৯ এর ৮ শতাংশ জমি নিয়ে মোরশেদ মোল্লার সঙ্গে প্রতিবেশী রাসেল মোল্লার দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে।

উভয় পক্ষই বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতা বলে উভয় পক্ষকেই বিপদে মান জমিতে প্রবেশে বারিত করে আদেশ দেন। অমীমাংসিত বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে রাসেল মোল্লার সাথে কথা বললে তিনি জানান আমি আমার জায়গা থেকে গাছ কেটেছি।

Check Also

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার   ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রাম হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *