ভাঙ্গায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দশজন আহত হয়েছেন।এর মধ্যে দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ এপ্রিল বুধবার বিকেল পাঁচটার দিকে
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে এ সংঘর্ষের হয়েছে।সংঘর্ষে একটি গ্রুপের নেতৃত্ব দেন শাহমল্লিকদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্লা এবং অন্য গ্রুপের নেতৃত্ব দেন একই এলাকার শাফী মোল্লা।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
সোমবার ঈদের দিন রাত আটটার দিকে শাফি মোল্লার গ্রুপের লোকজন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্লার ছেলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে ওইসব মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে বীর মুক্তিযুদ্ধে আব্দুল আজিজ টুকু মোল্লার ছেলে ইয়াসীর আরাফাত মনি (৩৫)কে ঈদের দিন সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরায় সময় রাতের অন্ধকারে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
সেই এ ঘটনা প্রতিশোধ নিতে বুধবার বিকেলে উভয়পক্ষ দেশী অস্ত্র নিযে এলাকার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে হোসাইন (২৬) ও হানিফ মোল্লা (১৮) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদের বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ
মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।