Breaking News

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

 

(ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি )

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে পৃথক অভিযানে অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে মোহাম্মদ রাবু খাঁন ও মোঃ সোহেলকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন  ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া।

 

এ বিষয়ে ভাঙ্গা সরকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ভাঙ্গায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি সরকারি জায়গা থেকে কেটে বিক্রি করছে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি, পৃথক অভিযানে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রাম  এবং খাটরা এলাকা থেকে  দুইজনকে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

ভাঙ্গায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের

ভাঙ্গায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *