Breaking News

ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

 

মোঃ রিপন শেখ

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের দুজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে যখন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর সদর এলাকার কলেজ রোডের কাওসার মোল্লার হোটেলের সামনে ওই দুজন পরীক্ষার্থীকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত দুই পরীক্ষার্থী সায়েম শেখ ও আশীক মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের কে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার্থী আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাড়ি থেকে একটি ভ্যানযোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিল।

পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে ধারালা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  স্থানীয় জনগণ তাদেরকে রক্তাক্ত অবস্থা  উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদেরকে ভর্তি করে।

ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিত মল্লিক জানান,

 

এবিষয়ে কোন  অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি   ফরিদপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *