Breaking News

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রাম হতে শুক্রবার বিকালে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের স্ত্রী রোকসানা বেগমের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ কন্যা সন্তানের জননী রোকসানা বেগম তার আগের স্বামী রবিউল ইসলামকে তালাক দিয়ে গত দুই মাস আগে মোবাইল ফোনে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে বিবাহ করে ভাড়া বাসায় থাকতেন।

 

উপজেলা আলগী ইউনিয়নের মুন্সীকান্দা গ্রামের আক্কাছ সরদারে মেয়ে।

 

থানার উপ পরিদর্শক আফজাল হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে একটি ফ্লাটের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানা বেগমের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রোকসানার আগের স্বামী রবিউল ইসলামের ঘরে তাদের চারটি ছোট ছোট কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি আগের স্বামীকে তালাক দিয়ে সে মালয়েশিয়া এক প্রবাসী ইমরান খান নামের এক ব্যক্তিকে বিবাহ করে ভাড়া বাসায় তিনি থাকতেন।

Check Also

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি   ফরিদপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *