ভাঙ্গা রেল লাইন থেকে যুবকের লাশ উদ্ধার।
স্টাফ রিপোর্টার,৭১ সংবাদ।
তারিখ ১৮। ৩। ২০২৫, মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার 5 নং ওয়ার্ড পূর্ব হাসামদিয়া ব্যারাকের মোড় সংলগ্ন রেল লাইনের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে ভাংগা থানা ও রেলওয়ে পুলিশ যুবকের নাম রনি শেখ, পিতা মৃত মোস্তফা শেখ, গ্রাম তুজারপুর, ইউনিয়ন , স্থানীয় সূত্রে জানা যায় মৃত্যু রনি শেখ পাশে মাছের আড়তে কাজ করত, প্রতিদিনের ন্যায় আজ সকালে মাছের আড়তে কাজ করেছে কিন্তু পরে সাড়ে এগারোটার পরে একজন মহিলা রেল লাইনের পাশে তার লাশ দেখে স্থানীয় জনগণকে জানায় পরে স্থানীয় জনগণ ভাঙ্গা থানায় মোবাইল ফোনে যোগাযোগ করলে ভাঙ্গা থানার পুলিশ এবং রেলের পুলিশ লাশ উদ্ধার করে, মৃত্যুর রহস্য এখনো জানা যায় নাই।
Ekattor Sangbad একাত্তর সংবাদ