ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে উই প্রকল্পের কমিউনিটি ষ্টোর সদাই-পাতির উদ্বোধন
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক”উই”প্রকল্পের আওতায় নারীদের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি” এর শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা বাজারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন রুবেল। সদাই-পাতি উদ্বোধনকালে
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়ে উঠবে।নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি” মহিলাদের ভাগ্যের উন্নয়নে সহায়তা করবে। আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইশতিয়াক, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া,কান্টি ডিরেক্টর ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর সাহেদ ফেরদৌস, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি,প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমান, স্হানীয় গন্যমান্য সহ উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারী এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগম।আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে” সদাই পাতি” ষ্টোর এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
তাং ১৯.০৮.২৩