ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় চেক পোস্ট থেকে ৪ কেজি গাঁজা সহ ১ জন আটক
মোঃ রিপন শেখ ফরিদপুর ভাংগা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ মোমেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ডলফিন নামের একটি পরিবহন থেকে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
আটককৃত নারী হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মৃত মনছের আলীর মেয়ে।
সুএে জানা যায়, ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ডলফিন পরিবহন থেকে মোমেনা বেগমের (৩৫) ব্যাগ থেকে এক লাখ টাকা মূল্যের চার কেজি গাঁজাসহ আটক করে র্যাব। পরবর্তীতে র্যাব-১০ এর সদস্য আ. রাজ্জাক মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করেন।