ভাঙ্গায় ইভটিজিং এর প্রতিবাদ করায় বিদ্যালয়ের নিরাপত্তা প্রহীর উপর হামলা শিক্ষকদের হুমকি
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যালয়ের বখাটে এক শিক্ষার্থী একই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের ইভটিজিং ও উত্যাক্ত করার সময় বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও শিক্ষক এর প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে রোববার সকালে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, রিমন মাতুব্বর নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী তার বিদ্যালয়ের মেয়েদের ইভটিজিংকালে সহকারী শিক্ষক মামুন রশিদ ও নৈশ প্রহরী রতন মালাকার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে রিমন।
কিন্তু ঘটনার কিছু সময় পর রিমনের পিতা শিমুল মাতুব্বর লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে নিরাপত্তা প্রহরীকে ব্যাপকভাবে মারধর করে এবং সহকারী শিক্ষকের উদ্দেশ্য করে শিক্ষকদের তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে ফুঁসে ওঠে বিদ্যালয়ের শিক্ষক,ও শিক্ষার্থী অভিভাবক মহল। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।