ভাঙ্গায় রোড ডাকাতির প্রস্তুতি কালে পিকআপ ও অস্ত্রসহ ডাকাত আটক
(ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ, এ সময় ডাকাতদের ব্যবহৃত পিকআপ জব্দ করেছেন। এদের সঙ্গে থাকা সঙ্গীয় আরো চার ডাকাত পালিয়ে যায়।
দিবাগত রাত আড়াইটার দিকে শুক্রবার) ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী নামক স্থানে ঘটনাটি ঘাটে ।আটকৃত ডাকাত হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাহাউদ্দিনের ছেলে ডাকাত সর্দার রুবেল হোসেন(৩৭)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে চলছে। সেই থেকে মহাসড়কে পুলিশ তৎপর থাকেন। গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ভাঙ্গা ফায়ার সার্ভিস সংলগ্ন রেল ক্রসিং এর উপর একদল ডাকাত মহাসড়কে পরিবহন গাড়ি সহ অন্যান্য যানে ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচ জন ডাকাত মিনি পিকআপ থেকে পালিয়ে যায়। ডাকাতের সর্দার রুবেল ডাকাতকে পুলিশ আটক করতে সক্ষম হন।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ইন্সপেক্টর মুরাদ হোসেন নেতৃত্বে আমরা কয়েকজন পুলিশ রোড ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত সরদার রুবেলকে আটক করতে সক্ষম হয়। তখন ওদের ব্যবহৃত একটি মিনি পিকআপ-(ঢাকা মেট্রো ব-১৩-১৫২১) জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ডাকাত সড়ক ডাকাতির কথা স্বীকার করেছে এবং আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।
ওর সঙ্গে আরো পাঁচজন ডাকাত ছিল বলে জানা গেছে। ওদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে।