Breaking News

ফরিদপুর জেলার ভাঙ্গায় দেশ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ অপারেশনের পরে রোগীর মৃত্যু।

ফরিদপুর জেলার ভাঙ্গায় দেশ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ অপারেশনের পরে রোগীর মৃত্যু। হাসপাতাল থেকে প্রায় ৩০০ গজ দূরে মুরগি পট্টিতে লাশ রেখে কর্তপক্ষ পলাতক |

 

সম্প্রতি দেশ জেনারেল হাসপাতালে(প্রা.) রব মাতুব্বর এর ছেলে মোঃ রুহুল আমিনের
সামান্য নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসা করেন কর্তব্যরত ডাক্তার এর
হাতে মৃত্যু ঘটে রুহুল আমিনের এমনটাই দাবী স্বজনদের।অবস্থা বেগতিক দেখে রুহুল আমিনের মরদেহ হাসপাতাল থেকে তিনশত গজ দুরে মুরগী পট্টিতে রেখে হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তারগন পালিয়ে যান৷
আজ ২৪ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করে ভাংগা থানা পুলিশ।
মৃত রুহুল আমিন রোমানিয়া যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছে,ছিলো স্বপ্ন!

আজ কি তবে ব্যবসায়ী ডা. আর লোভী কর্তৃপক্ষের বলী হলো ছেলেটি?না জানি সামনে আরও কতো হয়!….

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *