Breaking News

ভাঙ্গায় এক ছাত্রকে বলাৎকার অভিযোগ উঠেছে

ভাঙ্গায় এক ছাত্রকে বলাৎকার অভিযোগ উঠেছে

 

মোঃ রিপন শেখ (ভাঙ্গা ,ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় এক মাদ্রাসার ৯ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ১০ জানুয়ারি সোমবার রাতে এই ঘটনাটি ঘটে।

 

বলাৎকারের এ ঘটনায় ধামাচাপা দিতে এলাকা প্রভাবশালী একটি চক্র অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে নিজেদের জিম্মায় করে নেয় বলে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। দিবাগত রাতে সোমবার

উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামের নুরুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

 

অভিযুক্ত আনোয়ার হোসেন ওই মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষক। তিনি ফরিদপুরের বোয়ালমারীর চিতারবাজার গ্রামের বাসিন্দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদ্রাসা পরিচালক মাওলানা নজরুল ইসলাম খান বলেন, হিফজ বিভাগের ভুক্তভোগী এক ছাত্রকে ঢেকে বাসায় নিয়ে একটি কক্ষে আটকে বলাৎকার চেষ্টা করে আনোয়ার হোসেন। একপর্যায়ে শিশুটির চিৎকার দিলে আশপাশে চিৎকারে শব্দ শুনে অন্যরা দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

 

এর পর স্থানীয়রা শিক্ষককে আটক করা হয়।

 

নাম বলা ইচ্ছুক তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের মুখে আলকাতরা মেখে চুল কেটে দিয়েছে স্থানীয়রা।

ভুক্তভোগী এর মার সাথে বক্তব্য নিতে গেলে তিনি বলেন, মিডিয়ার সামনে আমি কোন বক্তব্য দেব না। যা বলার ভাঙ্গা থানার প্রশাসনকে বলে দিয়েছি। সেখান থেকে আপনারা জেনে নিন ।

Check Also

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি   ফরিদপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *