Breaking News

ভাঙ্গায় বাসের চাপায় মা-মেয়ে ও শাশুড়ী সহ নিহত ৪, আহত- ৬

ভাঙ্গায় বাসের চাপায় মা-মেয়ে ও শাশুড়ী সহ নিহত ৪, আহত- ৬

 

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

০৫-১২-২০২৫

 

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুত গতির বাসের চাপায় অটোরিকশায় থাকা মা-মেয়ে ও শাশুড়ীসহ একই পরিবারের ৩ জন ও আরও এক পুরুষ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আরও ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখান থেকে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।

 

শুক্রবার বেলা ১২ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

 

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার (২২), তার শিশু পুত্র রায়ান (৩) এবং শাশুড়ী নূরজাহান বেগম (৫০), রাজবাড়ীর বাইলাকান্দী গ্রামের প্রয়াত জয়নাল মাস্টারের ছেলে শাহালম বাবু (৫৫)। আহতরা হলেন- শান্তা আক্তারী (৩০), শাহ-আলম ফকির (৩৫), জহিরুল হক (৫০) এবং ফারজানা আক্তার (২৫)। এছাড়াও আহত আরও দুই জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার গনেশ চন্দ্র সাহা সমকালকে জানান, সড়ক দূর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ মোট ৪ জন নিহত হয়। আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।

 

প্রত্যক্ষদর্শী নাজমুল, হাসানসহ স্থানীয় জানায়, রাস্তার ওপাড়ে তারা জমিতে কাজ করছিলেন। হটাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এরপর দৌড়ে সড়কের ওপারে গিয়ে দেখি- একটি বাসের সামনে দিয়ে অটোরিকশা ভেতরে ঢুকে গেছে। এতে দুই শিশু ও কয়েক জিন যাত্রীর নিথর দেহ পড়ে আছে। আহত কয়েকজন রাস্তা থেকে ছিটকে রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে কাতরাচ্ছে। এরপর আমরা ক’জন তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। স্থানীয়রা আরও জানায়, এ এলাকায় প্রায়ই বড় বড় দূর্ঘটনা ঘটে। তাই দূর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি।

 

বিষয়টি নিশ্চিত করে হাই থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা দ্রুত গতির বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *