ফরিদপুরের ভাঙ্গায় স্মার্ট ভূমি সেবা পালন উপলক্ষে সচেতনা মূলক আলোচনাসভা
সরকার স্মার্ট ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে ভূমি সপ্তাহ ২০২৩ পালিত হয়ছে এ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্মার্ট ভূমি সেববা সপ্তাহ পালন উপলক্ষে এক বর্নাঢ র্্যলি ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্তরে এই ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদত হোসেন বিষেশ্য অতিথি জনাব এস,এম,হাবিবুর রহমান চেয়ারম্যান ভাঙ্গা উপজেলা , বীরমুক্তিযোদ্ধা মোতালেব মাতুব্বর, উপস্থিত ছিলেন মোঃ মজিবর মুন্সী সম্পাদক, ও প্রকাশন সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকা এবং সভাপতি ভাঙ্গা প্রেসক্লাব, মোঃ সোবাহান মুন্সী সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলিগ বক্তারা বলেন স্মার্ট ভূমি সেবা জনগনের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক দৃষ্টান্তমুলক উপহার ভুমি সেবা পেতে ঘুষ অথবা দালালের দরকার হবে না আলোচনা সভার আরো বক্তব্য রাখেন ভাঙ্গার সার্কেল এর অতিরিক্ক পুলিশ সুপার জনাব হেলালউদ্দিন ভুইয়া ও ভাঙ্গা থানার অফিসার ইনর্চাজ জনাব জিয়ারুল ইসলাম, এবং সাংবাদিকবৃন্দ সভাপতিত্ত করেন জনাব আজিমউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার অনুষ্টান উপস্থাপন করেন এবং স্মার্ট ভূমি সেবা জনগনের জন্য কতটা সহজ তা সুন্দর এবয পরিস্কার বুঝিয়ে দিলেন ভাঙ্গার সহকারি কমিশনার (ভূমি)মোঃ মাহামুদুল হাসান