ভাঙ্গায় আইন শৃংখলা সমুন্নত রাখতে সুধী সমাবেশ ও মতবিনিময়
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আইন শৃংখলা সমুন্নত রাখতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সভায় ইউপি চেয়ারম্যান, সদস্য,সাংবাদিক সহ নানা শ্রেনীপেশার নেতৃস্থানীয় ব্যাক্তিদের সাথে আইনশৃঙ্খলা, মাদক,জুয়া সহ সামাজিক বিভিন্ন অপরাধমূলক বিষয় নিয়ে তাদের সাথে মতবিনিময় করা হয়।ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন রুবেল।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইসাহাক মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগম, বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, পৌর প্যানেল মেয়র আইয়ুব আলী, কমিশনার মোঃ লিয়াকত হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, মুনসুর আহমেদ মুন্সী, সৈয়দ সাহাবুর রহমান, ম.ম. ছিদ্দিক মিয়া,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সুচনা বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন, আধুনিক পুলিশ জনগনের সেবার ব্রত নিয়ে করে যাচ্ছে। অপরাধী ও মাদক কারবারিদের নির্মুল করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি বলেন,কাজ করতে গেলে ভুলত্রুটি হতে পারে। জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা তৎপর রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: হেলাল উদ্দিন ভূইয়া বলেন,আমাদের সীমাবদ্ধতা থাকা সত্যেও আমরা কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে সকল প্রকার অপরাধ কর্ম রুখতে আমরা বদ্ধপরিকর। উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি ও সুধী সমাজের সমম্বয়ে কাজ করলে সমাজে বিশৃঙ্খলা কমে যাবে।