Breaking News

ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন। 

ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

 

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (০ ৭ আগষ্ট ২০২৩) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, উপজেলা উন্নয়ন কর্মকর্তা সোহেলী আক্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন রুবেল বলেন ভাঙ্গা উপজেলার জন্য আশ্রায়ন – ২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে তৃতীয় ধাপে ১৬৪ টি ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আশ্রায়ন প্রকল্পে ২৪টি,ঘারুয়া ইউনিয়নের দক্ষিন গংগাধরদী গ্রামে ২০ টি এবং হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে ১২০ টি ঘর নির্মাণ করা হবে এবং যার মধ্যে দিয়ে ভাঙ্গা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।এসময় তিনি আরও বলেন এছাড়াও ভাঙ্গা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নামে ৮৭ টি গৃহ নির্মাণের কাজও চলমান রয়েছে। এছাড়া ভাঙ্গা উপজেলায় প্রতিবন্ধীদের জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে ২টি ঘর বরাদ্দ হয়েছে। উল্লেখ্য যে ভাঙ্গা উপজেলায় ১ম পর্যায়ে ২৫০ টি,২য় পর্যায়ে ১৩৯ টি,৩য় পর্যায়ে ৩৮৩ টি, ৪র্থ পর্যায়ে ২৬৪ টি ঘর সহ সর্বমোট ১০৩৬ টি ঘর নির্মাণ করে গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যানএস,এম, হাবিবুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা একটি পরিবারও গৃহহীন থাকবেনা।আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে আমাদের উপজেলায় ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণ ও হস্তান্তর কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার জন্য বরাদ্দকৃত ঘরগুলোও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে হস্তান্তর করে ভাঙ্গা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা দিতে পারবো বলে আশাবাদী।

Check Also

নগরকান্দা বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভা ।

নগরকান্দা বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর নগরকান্দা উপজেলা আইনশৃঙ্খলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *