শিক্ষার্জনের মাধ্যমে যদি সমাজ পরিবর্তন না হয় তবে সবাই আমাদের ধিক্কার দেবে- সুধীজনদের সাথে মত বিনিময় সভায় জেলা প্রশাসক
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ বলেছেন শিক্ষার্জনের মাধ্যমে যদি আমরা সভ্য হিসেবে পরিবর্তন না হই তাহলে সবাই আমাদের ধিক্কার দেবে সরকার বিপুল সংখ্যক প্রাথমিক,মাধ্যমিক সহ নানা শ্রেনীর বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছেন যাতে আমরা আদর্শবান হই,সভ্য হই কিন্তু সেই শিক্ষা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা কোর কমিটির সদস্যদের সাথে ভাঙ্গা উপজেলার জন প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ,এসময় তিনি বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে নাশকতার চেষ্টা করবে,এমনকি যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে,আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি সম্প্রতি আজিমনগর ইউনিয়নে গ্রাম্য সংঘর্ষের ঘটনায় বাদ্য যন্ত্র বাজিয়ে ঢাল, সরকি,রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন এ সভ্য সমাজে এগুলো প্রদর্শন কাম্য নয়। যারা এটা প্রদর্শন করে তাদেরকে উদেশ্যে করে তিনি হুশিয়ার করে বলেন এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বরদাশত করা হবেনা। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তালিকা তৈরি করতে নির্দেশনা দিয়ে বলেন যাদের বাড়িতে এগুলো পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, জেলা গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক মোঃ মজিবুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ,ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসাহাক মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব প্রমূখ। পরে বিকেলে প্রধান অতিথি উপজেলার কৃতি শিক্ষার্থী অর্থাৎ ২০২৩ সালে জিপিএ ৫ পাওয়া ৮৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করেন।