ভাঙ্গায় উই প্রকল্পের নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় উই প্রকল্পের আওতায় বিদ্যালয় মাঠে উই প্রকল্পের আওতায় নারী উন্নয়ন, ইভটিজিং, বাল্য বিবাহ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর র্অথায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদশে ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম।উই প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোঃ মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে সুমি খাতুন কনার সঞ্চালনায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়শনের সভাপতি মোসাঃ মাবিয়া বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া, ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান হাওলাদার,বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মতিঊর রহমান, উলাসী সৃজনী সংঘের আঞ্চলিক সম্বনয়কারী আজিম উদ্দিন প্রমুখ।
ভাঙ্গা, ফরিদপুর।
তাং ৩১.০৮.২৩