ভাঙ্গায় আইনশৃংখলা সমুন্নত রাখতে বিট পুলিশিং সভা
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখা,বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও স্থানীয়দের নিয়ে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তারা যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।এতে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার, আজিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন প্রধান শিক্ষক মতিউর রহমান সহ অন্যান্য শিক্ষকগণউলাসী সৃজনী সংঘের সদস্যগণ ও স্থানীয় সকল পর্যায়ের লোকজন। সভায় মিটিং আহ্বান সহ যাবতীয় কার্যকলাপের উপর সার্বিক তত্তাবধান করেন ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই মোঃ জুয়েল মিয়া।
ভাঙ্গা, ফরিদপুর।
তাং ৩১.০৮.২৩